ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে কুশিয়ারা নদীর ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলার কার্যক্রম পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। শনিবার দুপুর আড়াইটার দিকে সর্বনাশা কুশিয়ারা নদীর ভাঙন কবলিত এলাকা দীঘলবাক পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ দীঘলবাকের নদী ভাঙন রোধে ৪০০ মিটার এলাকাজুড়ে কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে প্রায় ৪৩ হাজার ৭শ জিও ব্যাগ ফেলার কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসানসহ হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।