পীরে তরিক্বত শাহ্সুফী আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী আবুল কাসেম নকশেবন্দী ও মোজাদ্দেদী কদমচালী হুজুরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উমেদনগর শিল্প এলাকাস্থ শুকনা মাছের আরৎ, হাজী মহরম আলী মার্কেট, বানিয়াচং রোড হবিগঞ্জ এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ আসনের সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ, বানিয়াচং উপজেলার চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, মেয়র প্রার্থী শেখ তারেক উদ্দিন সুমন, বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসেন সাইফি, চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব হযরত মাওলানা আলহাজ্ব এম এ মজিদ পিরিজপুরী, উমদনগর শাহ্জালাল কিন্ডারগার্ডেনের অধ্যক্ষ আফজাল হোসাইন মাস্টার, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হাসিম, বার সর্দার মো. সোনা মিয়াসহ জেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যবসায়ী, ও সহস্রাধিক মুরিদান এবং ভক্ত আশেকানবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতার পূর্বে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে মোনাজাত করেন আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী আবুল কাসেম নকশেবন্দী ও মোজাদ্দেদী কদমচালী হুজুর।