প্রেস বিজ্ঞপ্তি \ গ্রীস মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। গত ২ মে গ্রীস মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মিরাসানী গ্রামের কৃতি সন্তান মোঃ সিরাজুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া) কে আহŸায়ক ও মোঃ জসিম উদ্দিন (সুনামগঞ্জ) কে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহŸায়ক মৌলাদ হাসান (হবিগঞ্জ), শেখ মামুন (শরীয়তপুর), ফয়েজ উলাহ (নোয়াখালী), জসিম শেখ (শরীয়তপুর), সদস্য মিজানুর রহমান জর্জ (নরসিংদী), জাকির হোসেন (ব্রাহ্মণবাড়িয়া), লোকমান হোসেন আলম (মৌলভীবাজার), তাজুদ মিয়া (হবিগঞ্জ), জাকারিয়া মোলা (ঢাকা), আবু হানিফ (কুমিলা), রানা কাজী (মাদারীপুর), শাহ আলম (ফরিদপুর), মুজিবুল হক খোকন (নোয়াখালী), সোহেল মলিক (মুন্সিগঞ্জ), দেলোয়ার মুন্সি (মাদারীপুর), সোহরাব হোসেন (বরিশাল), আব্রাহাম মুন্না (হবিগঞ্জ), আমিনুল ইসলাম (গোপালগঞ্জ), জামাল শরিফ (মাদারীপুর), সোহেল বেপারী (মুন্সিগঞ্জ), নাজমুল হাসান (ব্রাহ্মণবাড়িয়া, সাদ্দাম হোসেন (মাদারীপুর), ছিদ্দিকুর রহমান (সিলেট), শাওন সরদার (মাদারীপুর), শাহিন হোসেন (ব্রাহ্মণবাড়িয়া), মিন্টু হাওলাদার (মাদারীপুর), আরিয়ান আহমেদ আজম (সিলেট), মাসুদুর রহমান সবুজ (মাদারীপুর), সাজ্জাদুর রহমান (সিলেট), মোহাম্মদ দুলাল (ফেনী), বেলাল হোসেন (ময়মনসিংহ), আসিকুর রহমান শাকিল (মাদারীপুর), কাউছার মিয়া (সুনামগঞ্জ)। আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করেছেন গ্রীস আওয়ামীলীগের সভাপতি রকিব মৃধা এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান।