নবীগঞ্জ প্রতিনিধি \ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির প্রচেষ্ঠায় নবীগঞ্জ উপজেলায় দেবপাড়া ইউনিয়নের সদরঘাট ফকিরপাড়া গ্রামের দুজন অসহায় রোগীর মধ্যে চেক প্রদান করা হয়েছে।
শুক্রবার রাত ১১টার দিকে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির বাসভবনে উক্ত চেক বিতরণী অনুষ্ঠানে সদরঘাট গ্রামের ক্যান্সারে আক্রান্ত শাহ আব্দুল মমিনকে ৫০ হাজার টাকার চেক ও একই গ্রামের শাহ আবিদ আলীকে ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ থানার ওসি মোঃ ইকবাল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী শেখ নুরুল শরীফ, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলু মিয়া, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলম, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, দেবপাড়া ইউপি সদস্য আব্দুল আজিজ, উপজেলা যুবলীগ নেতা রুহেল আহমেদ, খসরু আহমেদ সাজু, অয়তুন আহমেদ, ছালিক মিয়া, আজাদ মিয়া, ছাত্রলীগ নেতা রাসেল শরীফ, রিয়ান আহমেদ প্রমুখ।