স্টাফ রিপোর্টার \ সুতাং বাছিরগঞ্জ বাজার ও চাঁনপুর গ্রামের পার্শ্ববর্তী সরকারী খাল দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে। ফলে অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আর এতে করে দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
এলাকাবাসী জানান, ওই এলাকার সুতাং বাছিরগঞ্জ বাজার ও চাঁনপুর গ্রামের পার্শ্ববর্তী সরকারী খালটি বেশ কিছু দিন পূর্বে এলাকার একটি প্রভাবশালী মহল দখলে নিয়ে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ভোগদখল করছে। আর এতে করে পানি নিষ্কাষনে বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। অল্প বৃষ্টি হলেই চানপুর গ্রামের চলাচলের রাস্তা তলিয়ে যায় পানিতে। দীর্ঘদিন ধরেই এলাকাবাসীকে এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও পানি আটকে থাকার কারণে পানিবাহিত রোগও ছড়াচ্ছে ওই এলাকার জনসাধারণের মধ্যে। দ্রুত খালটি দখলমুক্ত করার জন্য জেলা প্রশাসকের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসি।