লাখাই প্রতিনিধি \ লাখাই উপজেলার মানপুর গ্রাম থেকে কামরুল ইসলাম নামে নারী ও শিশু নির্যাতন মামলার আদালত কর্তৃক এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১ টায় এ এস আই নজরুল ইসলাম তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন। সে ওই গ্রামের আব্দুর রহমান এর পুত্র। লাখাই থানার ওসি এমরান হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন। কামরুল দীর্ঘদিন ধরে পলাতক ছিল।