নবীগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই শ্লোগানকে ধারণ করে পুরো নবীগঞ্জ বিদ্যুতের আলোয় আলোকিত হবে। আওয়ামীলীগ সরকার গরীব অসহায় হত দারিদ্র্য মানুষের জীবন মানোন্নয়ন ও ভাগ্য পরিবর্তনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামে ৭০ লাখ টাকা ব্যয়ে ১৩৭টি পরিবারের মধ্যে বিদ্যুতের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক এর সভাপতিত্বে ও গজনাইপুর ইউপি জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের তুহিন আহমেদের সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিল্পপতি মঈনুল আমীন বুলবুল, নবীগঞ্জ পলী বিদ্যুৎ এর এজিএম রুহুল আমীন, গজনাইপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জমসেদ আলীসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।