প্রেস বিজ্ঞপ্তি ॥ দি সিনিয়র সিটিজেন সোসাইটি হবিগঞ্জ ব্রাঞ্চের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার শহরের একটি চাইনিজ রেস্তোরায় এ ইফতার মাহফিল পূর্ব সোসাইটি সভাপতি প্রাক্তন বিভাগীয় কমিশনার ফজলুর রহমান এর সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল আলহাজ¦ অ্যাডভোকেট মোস্তাক আহমেদের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা বক্তব্য রাখেন অধ্যাপক মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, ইঞ্জিনিয়ার আলহাজ¦ মোশাহিদ খান। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চ্যানেল আই’র জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, প্রেসক্লাব সদস্য ও এশিয়ান টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী। সভায় গরীব ও অসহায়দের মধ্যে সাহায্য প্রদান করার লক্ষে তহবিল সংগঠনের জন্য সোসাইটির সহ-সভাপতি প্রাক্তন ব্যাংকার শেখ বদরুদ্দিন আহমেদকে আহ্বায়ক, সোসাইটির সহ-সভাপতি আলহাজ¦ মোশাহিদ খান, সোসাইটির অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রবকে সদস্য করে একটি কমিটি গঠনের প্রস্তাব সভায় গৃহিত হয় এবং হবিগঞ্জ পৌরসভার সুলতান মামদপুর মৌজার পুরাতন খোয়াই নদীতে সোসাইটির অফিস ভবন নির্মানের জন্য জেলা প্রশাসনের যোগাযোগ করার প্রস্তাব গৃহিত হয়। সভাশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।