স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশের হাতে আটক হয়েছে একাধিক ডাকাতি মামলার আসামী কুখ্যাত ডাকাত ইকবাল। গতকাল দুপুরে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক এর নেতৃত্বে থানার এসআই হুমায়ুনসহ একদল পুলিশ সদরের বাবুর বাজার এলাকা থেকে ডাকাত ইকবালকে গ্রেফতার করে। সে আমীরখানী গ্রামের আলতাফ হোসেন এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতি, চুরি, ডাকাতির প্রস্তুতি, মারামারি, ছিনতাইসহ প্রায় ১২টি মামলা রয়েছে ডাকাত ইকবাল এর বিরুদ্ধে। এছাড়া সম্প্রতি ঝিংড়ী নামকস্থানে ঘটে যাওয়া ডাকাতির সাথেও ডাকাত ইকবাল জড়িত রয়েছে বলে প্রমান পাওয়া গেছে।
এ বিষয়ে ওসি রাশেদ মোবারক এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, আসন্ন ঈদকে সামনে রেখে বানিয়াচঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ন জায়গায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। এছাড়া চুরি, ডাকাতি রোধকল্পে চিহিৃত চোর, ডাকাতদের গ্রেফতারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।