স্টাফ রিপোর্টার ॥ ইসলামী ব্যাংক হবিগঞ্জ শাখার উদ্যোগে গতকাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এসিষ্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হবিগঞ্জ শাখা ব্যবস্থাপক শেখ মোঃ ওয়ালী উল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনের জোনাল প্রধান মুহাম্মদ সাঈদ উল্লাহ, প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ মোম্মদ নজরুল ইসলাম, বিশেষ আলোচক ছিলেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি মাওঃ আলমগীর সাঈফি, উমেদনগর জামেয়া আরাবিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ তাফহীমুল হক, বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ, ডাঃ মোঃ জমির আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি সেলিম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মাহবুব জাহান। ইফতার মাহফিলে ব্যাংকের গ্রাহক ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।