ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় পবিত্র রমজান মাসে অতি মাত্রায় বিদ্যুৎ বিভ্রাটের ফলে হবিগঞ্জ ও নবীগঞ্জের পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। গতকাল বুধবার বিকেলে সংসদ সদস্যের নিজ বাস ভবনে এ জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাসে গণগণ বিদ্যুৎ বিভ্রাটের ফলে জন-সাধারণ অতিষ্ঠ। আপনারা দ্রুত এর স্থায়ী সমাধানে উধ্বর্তন কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করেন, আমিও এব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো। পরিশেষে সংসদ সদস্য মিলাদ গাজী পবিত্র রমজান মাসে ইফতার, তারাবিহ নামাজ, সেহেরীর সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদানের জন্য কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের জেনারেল ম্যানেজার (জিএম) মোহাম্মদ মোতাহের চৌধুরী, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন, নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম রুহুল আমীন, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা জেই সোহরাব পাঠওয়ারী, সোহলে রানা, এলটি আরিফ আলী, কামরুল হক, সেলিম মিয়া প্রমুখ।