আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার আহম্মদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত করা হয়েছে। পৃথক দুটি অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মল্লিকা দে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার আবুল হোসেনকে নির্বাচন স্থগিতের নির্দেশ দেন।
বর্তমান কমিটির নির্বাচিত সদস্য এবং নির্বাচনে বৈধ অভিভাবক সদস্য প্রার্থী মোঃ তাজুল ইসলাম তার অভিযোগে উল্লেখ করেন বর্তমান কমিটির সভাপতি মোঃ শওকত আলী গত এক বছরেও ম্যানেজিং কমিটির কোন সভা করেননি। এমনকি নির্বাচনের ৯০দিন পূর্বে খসড়া ভোটার তালিকা এবং ৬০দিন পূর্বে চূড়ান্ত ভোটার তালিকা কমিটি কর্তৃক অনুমোদনের রীতি থাকলেও সভাপতি কোন রকমের আলোচনা না করে প্রধান শিক্ষকের সাথে যোগসাজশে ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচনের জন্য আবেদন করান যা বিধিসম্মত নয়।
অপর দিকে নির্বাচনে অভিভাবক সদস্য পদপ্রার্থী ফজলু রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগে জানান, মনোনয়ন পত্র দাখিলের পর থেকে কমিটির সভাপতি মোঃ শওকত আলীর লোকজন তাকে মনোনীত প্রার্থীদের অনুকুলে মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য চাপ দিয়ে আসছে। এতে রাজি না হওয়ায় তাকে প্রাণ নাশের হুমকি দেয়। এতে ভয়ে তিনি এখন এলাকা ছাড়া।
এ ব্যাপারে সভাপতি শওকত আলী জানান, ভোটার তালিকার ম্যানুয়েল আমার জানা নাই। এটা প্রধান শিক্ষক যেভাবে ভাল মনে করছেন সেভাবে করেছেন। ফজলু রহমানকে হুমকির বিষয়ে শওকত আলী জানান, ফজলুর ভাগ্নে এরশাদ আলী তার মামা ফজলুকে কেন হুমকি দিয়েছে। এটা তাদের নিজস্ব ব্যাপার। নির্বাচনের কোন বিষয় নয়। তিনি আরো জানান, বর্তমান কমিটির সদস্যরা সবাই তার বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্যালয়ের ক্ষতি করার কাজে লিপ্ত রয়েছে। গত এক বছর যাবত তারা কোন মিটিংয়ে আসেনি।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার আবুল হোসেন জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে নির্বাচন স্থগিত করা হয়েছে।