স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে চাঞ্চল্যকর কলেজ ছাত্র উজ্জল মিয়া হত্যা মামলার প্রদান আসামী প্রেমিকা কলেজ ছাত্রী ফারজানা আক্তারের জামিন না মঞ্জুর করেছে আদালত। এদিকে এ মামলার অন্য আসামী এখনও ধরা পড়েনি। গতকাল সোমবার দুপুরে ফারজানা আক্তারকে আদালতে হাজির করে জামিনের আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে। ফারজানা ধর্মপুর গ্রামের মঞ্জু মিয়ার কন্যা ও হবিগঞ্জ বৃন্দাবন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী জানা যায়, মুড়াকড়ি গ্রামের শাহ আলমের পুত্র সৈয়দ সইদ উদ্দিন ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র উজ্জল মিয়া (২৩) এর সাথে তার প্রেমের সম্পর্ক চলে আসছে। গত ১৮ এপ্রিল কেউ বাড়িতে না থাকার সুযোগে উজ্জল ফারজানার বাড়িতে দৈহিক সম্পর্কে মিলিত হয়। এক পর্যায়ে উজ্জলের এক বান্দবী গভীর রাতে ফোন দেয়। বিষয়টি ফারজানা আচ করতে পারে। এ নিয়ে তাদেও মাঝে ঝগড়া হয়। এ সময় উজ্জল বলে আমি তোমাকে বিয়ে না করলে কি হবে, আমার বাবা তোমাকে বিয়ে করবে। এতে ফারজানা ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে ওই রাতে দৈহিক সম্পর্কে মিলিত হয়। কিছক্ষুণ পর উজ্জল ঘুমিয়ে পড়লে শিল পাটার হোতাইল দিয়ে তার লজ্জাস্থানে আঘাত করে। এতে তার মৃত্যু হয়। এক পর্যায়ে লাশ মেন্দি বিলে ফেলে রাখে। পরে লাখাই থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ কওে এবং ফারজানা ও তার পিতা মঞ্জু মিয়াকে আটক করে আদালতে পাঠায়। সেখানে তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। লাখাই থানার ওসি জানান, অন্যান্য আসামীদেও ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।