স্টাফ রিপোর্টার ॥ উপমহাদেশের বিট্রিশ বিরোধী আন্দোলনের প্রখ্যাত বাগ্মী নেতা বিপিন চন্দ্র পালের ৮৭ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এই মহান নেতা ছিলেন ব্রিটিশ বিরোধী, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সাহিত্যিক। বিপিন পাল ছিলেন সমাজ সংস্কারক ও বাগ্মীনেতা। তিনি ১৮৫৮ সালে ৭ নভেম্বর হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে জন্ম গ্রহন করেন। তার কর্মকান্ডে উজ্জীবিত হয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জহরুল লাল নেহরু তার মৃত্যুর পর জন্মস্থান পইল গ্রামে ছুটে এসে এক মুটু মাটি সংগ্রহ করে নিয়ে গিয়েছিলেন। কিন্তু প্রতিবারই প্রশাসনিকভাবে দিনটি নিরবে কেটে যায়। বিপিন পাল স্মৃতি সংসদের পক্ষ থেকে জন্ম ও মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়। এই মহান নেতা ১৯৩২ সালের ২০ মে ভারতে মৃত্যু বরণ করেন। এই মহান নেতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে বিপিন চন্দ্র পাল স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি।
৪নং পইল ইউ/পি চেয়ারম্যান ও বিপিন পাল স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ মঈনুল হক আরিফের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিপিন পাল স্মৃতি পাঠাগারের সভাপতি সৈয়দ আহমদুল হক। তিনি বলেন, পাঠাগারের অবকাঠামো উন্নয়ন করলে হবে না, পাঠাগারের পাঠক বাড়াতে হবে, ভাল বই সংগ্রহ করতে হবে, ভাল মানুষ হতে হলে ভাল বই পড়তে হবে, তিনি বলেন, পড়ার কোন বিকল্প নাই। বক্তব্য রাখেন সৈয়দ ইমামুল হক, রণধীর কুমার ধর, স্বপন কুমার অধিকারী, মোঃ মোস্তাফা মিয়া, মোঃ শাহ আলম, চন্দ্র শেখর রিপন, এনামুল হক বিল্পব, মেম্বার মোঃ আব্দুল কাইয়ূম, জুয়েল দেব প্রমুখ।