স্টাফ রির্পোটার ॥ নিরাপদ খাদ্য দ্রব্যমূল্য নিশ্চিত করণের লক্ষে লাখাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গতকাল সোমবার লাখাই উপজেলার মোড়াকরি বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহিনা আক্তারের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতিকার রঙ্গিন আইসক্রিম, মেয়াদোত্তীর্ণ খাদ্য পন্য ও নিষিদ্ধ মাছ বিক্রির অপরাধে প্রায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তিনি ৫২ প্রকার মানহীন খাদ্য পন্য ক্রয়/বিক্রয় বন্ধে ব্যবসায়ীদেরকে নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক বিধান সোম এবং লাখাই উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।