নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শহরের ওসমানী রোডের জেকে মডেল সরকারী স্কুলে মার্কেটের মুন পেপার হাউস দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে। চোরের দল নগদ টাকা সহ দোকানের মালামাল লুটে নিয়ে যায়। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের সজল দাসের ব্যবসা প্রতিষ্ঠান মুন পেপার হাউসে গত রবিরার দিবাগতরাতে সঙ্গবদ্ধ চোরের দল দোকানের সামনের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দোকানের ক্যাশ ভেঙ্গে নগদ ৭২ হাজার টাকা ও দোকানের আরও ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে পেছনের জানালা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সজল দাস বাদি হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।