স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক জুয়েল চৌধুরীকে প্রাণনাশের হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছেন হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির নেতৃবৃন্দ। গতকাল সোমবার সংবাদপত্র প্রদত্ত বিবৃতিতে এ নিন্দা জানান সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন খান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সবুজ, সহ-সভাপতি আব্দুন নূর ও শাহিন মিয়া, কোষাধ্যক্ষ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক ফজল মিয়া, প্রচার সম্পাদক চয়ন দাস, দপ্তর সম্পাদক ফারুক মিয়া, সদস্য কাঞ্চন রায়, অজয় দেব ও নাছির উদ্দিন প্রমূখ। তারা অবিলম্বে সাংবাদিক জুয়েল চৌধুরীর হুমকি দাতা বাহুবল উপজেলার বানিয়াগাও গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র কাজী আব্দুল হাইয়ের দৃষ্টান্ত শাস্তির দাবি জানান।