স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে শিশু ধর্ষণ মামলার আসামী আদালতে আত্মসমর্পন করেছে। গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে মামলার আসামী জাহাঙ্গির হোসেন হবিগঞ্জ আমল আদালত-২ এর বিজ্ঞ বিচারক শাহিনুর আক্তারের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করে। বিচারক শোনানী শেষে ধর্ষক জাহাঙ্গিরের জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়, সম্প্রতি বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের কাকুড়াগ্রামে জৈনক্য কিশোরীকে জোর পুর্বক পার্শ্ববর্তী মুক্তা গাছের ঝোপঝাড়ে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে একই গ্রামের মৃত আরজত আলীর লম্পট পুত্র জাহাঙ্গির হোসেন। এ সময় ওই শিশুর শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট জাহাঙ্গির পালিয়ে যায়। স্থানীয় লোকজন ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন শিশুর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ওই স্কুল ছাত্রীর পিতা আহাম্মদ আলী বাদী হয়ে লম্পট জাহাঙ্গিরকে অআসামী করে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকেই বানিয়াচং থানা পুলিশ লম্পট জাহাঙ্গিরকে ধরতে জেলার বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করেন। পরে গতকাল সকালে লম্পট জাহাঙ্গির আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করে। বিচারক তার জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।