স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় গাছ থেকে পড়ে আলফু মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত আতাব উল্লার পুত্র।
সূত্র জানায়, গত শনিবার দুপুরে তিনি আম পাড়ার জন্য গাছে উঠলে অসাবধানতাবশত গাছের নীচে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্দার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গত শনিবার বিকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল জানান, কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।