রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিরঘাটে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক শহরে নির্মানাধিন একটি ঘর প্রকাশ্য দিবালোকে ঘুড়িয়ে দেয়া হয়েছে এক্সেভেটর দিয়ে ॥ আটক স্বামী-স্ত্রী কোর্ট স্টেশন রোডে মদিনা কেজি এন্ড হাই স্কুলের ২য় শাখার উদ্বোধন শিকন্দরপুরে শীতার্থদের মাঝে গোলাম আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ নোয়াপাড়ায় জয়ন্ত্রিকা ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু নবীগঞ্জে ১২ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা কর্তন ॥ থানায় অভিযোগ নবীগঞ্জ উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাহিদ গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলন বানিয়াচংয়ে ৯ হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার শহরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গোবিন্দ গ্রেফতার

হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ অলিখিত স্টাম্পে জোরপূর্বক স্বাক্ষর আদায় ॥ জাল দলিলে কোটি টাকার ভুমি দখল করেছে ‘নাহিদ ফাইন টেক্সটাইল’

  • আপডেট টাইম রবিবার, ১৯ মে, ২০১৯
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার হরিতলায় কতিপয় ব্যক্তিকে ভুয়া বিক্রেতা সাজিয়ে জাল দলিলের মাধ্যমে কোটি-কোটি টাকার ভুমি দখল করেছে ‘নাহিদ ফাইন টেক্সটাইল লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান। শুধু তাই নয়, প্রকৃত ভুমি মালিকদের অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক স্বাক্ষর আদায় করা হয়েছে অলিখিত স্টাম্পে। এ ছাড়াও কোম্পানী কর্তৃপক্ষের হুমকি-ধমকিতে ঘর-বাড়ি ছেড়ে প্রাণভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে তাদের। শনিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগই করেছেন ভুমিহারা ওই ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে ভুমির প্রকৃত মালিক মোঃ ফজলুর রহমানের পুত্র মোঃ হিরন মিয়া বলেন, ‘জে.এল নং-১১, হরিতলা মৌজার ৩১০ খতিয়ানের ৪৫৭৮, ৪৫৭৯, ৪৫৮০ ও ৪৫৮৩ দাগের ২১৪ শতক ভুমির রেকর্ডীয় মালিক আমার দাদা একরাম আলী। তিনি মারা যাওয়ার পর বৈধ উত্তরাধিকার হিসেবে ওই ভুমির মালিক হন আমার পিতা মোঃ ফজলুর রহমান, চাচা মোঃ রঙ্গু মিয়া, ফুফু আয়েশা খাতুন ও মানিক চাঁন। আমার দাদার মৃত্যুর পর উক্ত ভুমি প্রায় ২০ বছর যাবত আমার পিতা, চাচা ও ফুফুরা ভোগ দখল করে আসছেন। উল্লেখিত পরিমান ভুমির বর্তমান বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা’। হিরন মিয়া অভিযোগ করে বলেন, ‘২০১৪ সালে আমাদের ভুমি সংলগ্ন এলাকায় কিছু ভুমি ক্রয় করে নাহিদ ফাইন টেক্সটাইল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। এরপর তাদের লোভনীয় দৃষ্টি পড়ে আমাদের ভুমির উপর। একপর্যায়ে কোম্পানী কর্তৃপক্ষ স্থানীয় কিছু দালাল ও প্রভাবশালীদের সহযোগিতায় আমাদের প্রায় ১১৪ শতক ভুমি জোরপূর্বক দখল করে নেয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। পরে তারা এলাকার কয়েকজন ব্যক্তিকে ভুয়া বিক্রেতা সাজিয়ে একটি জাল দলিল সম্পাদন করে এবং অবশিষ্ট ভুমি জোরপূর্বক দখলের পাঁয়তারা শুরু করে। আমরা এ বিষয়ে স্থানীয় সমাজপতিদের দ্বারস্থ হই। কিন্তু এতে কোন সুরাহা না হওয়ায় সুবিচারের জন্য আদালতের আশ্রয় নেই। গত ২৩ নভেম্বর ২০১৪ ইং তারিখে আমার পিতা বাদী হয়ে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় দালালসহ কোম্পানীর কর্তাব্যক্তিদের আসামী করা হয়। পরবর্তিতে একই ব্যক্তিদের আসামী করে হবিগঞ্জের জেলা জজ আদালতে আরও একটি মামলা দায়ের করেন আমার পিতা, চাচা ও ফুফুরা। মামলাটি দায়েরের পর চতুর কোম্পানী কর্তৃপক্ষ নানা অযুহাত দেখিয়ে বার-বার শুনানী পেছানোর আবেদন করে। যে কারনে মামলার স্বাভাবিক কার্যক্রমে বিঘœœ ঘটে এবং দীর্ঘ বিলম্বের পর বর্তমানে মামলাটি শুনানীর অপেক্ষায় রয়েছে। বিষয়টি নিয়ে ইতিপূর্বে হবিগঞ্জের একাধিক স্থানীয় পত্রিকায় সচিত্র প্রতিবেদনও প্রকাশিত হয়’। তিনি আরও বলেন, ‘মামলা দায়েরের পর আরও বেশী ক্ষিপ্ত হয়ে উঠে কোম্পানী কর্তৃপক্ষ। আমাদের মামলাটি তুলে নিতে উল্টো মিথ্যে মামলা দিয়ে হয়রানি ও একের পর এক প্রাণে হত্যার হুমকি দিয়ে আসছে। এরই মাঝে বেশ কয়েকবার আমাদের সাথে সমঝোতার নামে টালবাহানা, প্রহসন, প্রতারণা ও সময়ক্ষেপন করা হয়েছে। সর্বশেষ গত ৩০ এপ্রিল কোম্পানীর পরিচালক মোঃ জাকির উল্লা চৌধুরীর পক্ষে মোঃ মনিরুজ্জামান সমঝোতার নামে আমাকে ডেকে আনেন হবিগঞ্জ শহরের আশরাফ জাহান মার্কেটে। সেখানে যাওয়ার পর একদল লোক অস্ত্রের ভয় দেখিয়ে তিনটি অলিখিত স্টাম্পে জোরপূর্বক আমার স্বাক্ষর আদায় করে। আমি এ বিষয়ে গত ৮মে হবিগঞ্জের অতিরিক্ত জেলা হাকিম আদালতে একটি মামলা দায়ের করি। মামলায় নাহিদ ফাইন টেক্সটাইল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল ওয়াহিদ, পরিচালক মোঃ মনিরুজ্জামান ও জাকির উলা চৌধুরীসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী হিসেবে উল্লেখ করি। মামলা দায়েরের পর তল্লাশী পরোয়ানা জারী করেন আদালত’। এ বিষয়ে ‘নাহিদ ফাইন টেক্সটাইল লিমিটেড কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত থাকলেও আদালতে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার পুলিশের নেই। তবে তিনি জানান, এ নিয়ে আইন-শৃংখলা বিঘœœ ঘটলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com