স্টাফ রিপোর্টার ॥ বাহুবল থেকে ১ হাজার ১শ ইয়াবাসহ মোক্তাদির হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। সে বাহুবল উপজেলার সাতপাড়িয়া গ্রামের মুখলেছ মিয়ার পুত্র। গতকাল শনিবার বিকেল ৪ টার মাদকদ্রব্য অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী অভিযান চালিয়ে তার বাড়ি থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১১’শ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে ওই এসআই বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন।