স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত এবং আরেক চালক আহত ও ১ হেলপার আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা- সিলেট মহাসড়কের আল-আমিন হোটেল এবং ফ্রিলিং স্টেশনের সামনে ঘটনাটি ঘটে। শনিবার ভোর ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে তারা জানান। নিহত চালক মোঃ সুহাগ মিয়া (২৭) সিলেট জেলার টুকের বাজার জুনু মিয়ার পুত্র। আহত একজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল ইসলাম, সিলেট থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত মুখী ঢাকা থেকে সিলেটগামী এবং বিপরীত দিক থেকে আরেকটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়েছে বলে জানান। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পাথর বোঝাই ট্রাক চালকের মৃত্যু হয়। এ সময় ওই এলাকায় স্থানীয় এলাকাবাসীরা প্রায় ৩০ মিনিট ঢাকা-সিলেট মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এ ব্যাপারে পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলীসহ একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান যে দুই ট্রাককেই আটক করা হয়েছে, তবে ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়।