স্টাফ রিপোর্টার ॥ রমজানে হবিগঞ্জ শহরের ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা ও বাজার মূল্য স্থিতিশীল রাখতে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরে পরিচালিত এ অভিযানে জিলাপীতে ক্ষতিকর রং ও রাসায়নিক মিশানোর অপরাধে উজানভাটি রোস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং ঢাকনাবিহীন খাদ্য দ্রব্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য খোয়াই হোটেলকে আরো ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মাছ বাজারে অভিযান চালিয়ে ওজনে সঠিক না থাকায় ৫ টি দাড়ি-পাল্লা ধ্বংস করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এএসআই রানার নেতৃত্বে চৌধুরীবাজার ফাঁড়ি পুলিশের একটি টিম। এ সময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে রমাজান মাসের প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে।