স্টাফ রিপোর্টার ॥ শহরের শ্মশানঘাট সড়কের উত্তরা আবাসিক এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়া অবৈধভাবে মদের পাট্রা বানানোর চেষ্টা চালাচ্ছে মাদক ব্যবসায়ী বাবুল রাউত। এলাকাবাসীর বাঁধা উপেক্ষা করে বাবুল শ্মশানঘাটে পশ্চিমে উত্তরা আবাসিক এলাকায় মদের পাট্রা বানানোর জন্য ঘর নির্মাণ করছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকা রয়েছে। বাবুলকে আবাসিক এলাকার ভিতরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও মজুদ রাখার লাইসেন্স ও অনুমতি না দিতে গত ১২ মে এলাকাবাসী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, হবিগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের আনোয়ারপুর ও উত্তরা আবাসিক এলাকার বসবাসরতরা শ্মশানঘাট এলাকার বাসিন্দা। এই এলাকায় একটি মহিলা মাদ্রাসা, একাধিক পুরুষ মাদ্রাসা, পিটিআই ট্রেনিং ইন্সটিটিউট, সরকারি মহিলা কলেজ, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, কয়েকটি জামে মসজিদ, ল-কলেজ এবং কয়েকটি কিন্ডারগার্টেন রয়েছে। সম্প্রতি শ্মশানঘাট এলাকার বাসিন্দা মহিলা কাউন্সিলর পিয়ারা বেগমের এর জামাতার নিকট থেকে বাবুল ৩ শতক জায়গা ক্রয় করে পৌরসভার অনুমতি ছাড়াই তড়িতগতিতে একটি টিনশেডের পাকাঘর নির্মাণ করে যাচ্ছে। আমরা এলাকাবাসী বিশস্থ সূত্রে এবং লোকমুখের আলোচনায় জানতে পারি যে, সুইপার বাবুল তার প্রস্তুতকৃত ঘরে মদের পাট্রা বা মদ (মাদকদ্রব্য) ক্রয়-বিক্রয় ও মজুদ রাখার লাইসেন্স/প্রশাসনিক অনুমোদন পাওয়ার জন্য তৎপরতা চালাচ্ছে। এলাকাবাসীরা জানান, সুইপার বাবুল যদি এই আবাসিক এলাকায় মদের লাইসেন্স বা ক্রয়-বিক্রয়ের অনুমোন পায় তাহলে এলাকাবাসীর চলাফেরা ও সামাজিক জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে। বিনষ্ট হয়ে পড়বে পারিবারিক শালিনতা। একই সাথে কলুষিত হয়ে পড়বে আশেপাশের পরিবেশ এবং ধ্বংস হবে এলাকার কোমলমতি যুব সমাজ। ইতিপূর্বে এলাকাবাসী বাধা দিলেও সুইপার বাবুল তার ক্রয়কৃত জায়গায় ঘর নির্মাণ অব্যাহত রেখেছে। এনিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহুর্তে ফুসে উঠতে পারে এলাকার ধর্মপ্রান মুসলমানরা। এ ব্যাপারে এলাকার বাসিন্দারা জানান, বাবুল শ্মশানঘাট ও আনোয়ারপুরের মধ্যখানে উত্তরা আবাসিক এলাকায় জায়গা ক্রয় করে অবৈধভাবে মদের পাট্রা বানানোর জোড় চেষ্টা চালাচ্ছে। আমরা এলাকাবাসী তাকে বাধা দিলেও সে বাধা ওপেক্ষা করে ঘর নির্মাণ করে যাচ্ছে। এ ব্যাপারে আমরা এলাকাবাসীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আবাসিক এলাকায় মদের পাট্রার লাইসেন্স না দেয়া ও তার ঘর নির্মাণ বন্ধ রাখার জন্য স্মারকলিপি দিয়েছি। এদিকে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে গতকাল জেলা গোয়েন্দা সংস্থা ডিবি অফিসে বাবুলকে ডেকে নেয়া হয়। আবাসিক এলাকায় মদের পাট্রা ও ঘর নির্মাণ বন্ধ রাখবে বলে বাবুল ডিবি পুলিশ মুচলেকা দিয়ে এসেছে বলে সূত্র জানায়।