স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার গোপালপুর গ্রামের ফুল বানু (৭০) নামে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত আব্দুর রহিমের স্ত্রী। গত শুক্রবার বিকেলে তার পরিবারের লোকজন বৃদ্ধার ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে মাধবপুর থানায় খবর দিয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।