স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম রফিকুল ইসলাম (২৫)। তিনি মিরপুর ইউনিয়নের মির্জাটুলা গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট রেলপথের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের মির্জাটুলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম খান জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনোও সময় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন তিনি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বিভিন্ন বাজার ও রাস্তায় ঘুরে বেড়াতেন।