স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ইফতার মাহফিল পূর্বক সংগঠনের আহ্বায়ক গউছ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ শাহ আলম পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি আতিকুর বাবু, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক সাইদুল হক জুয়েল, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, যুক্তিযোদ্ধা পিপি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপু, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, পৌর কাউন্সিলর শেখ নুর হোসেন, জেলা পরিষদ সদস্য ও মুক্তিযোদ্ধা সন্তান ফাতেমা তুজ জোহরা রিনা, জেলা পরিষদ সদস্য রওশন আরা ভুইয়া লাকী, হবিগঞ্জ সদর উপজেলা সাবেক কমান্ডার সুবেদার (অবঃ) আব্দুস শহীদ, আজমিরীগঞ্জ উপজেলার প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, এনামুল হক বাবুল, সুজিত, উপজেলা সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ তানভীর চৌধুরী, সদস্য সচিব রুবেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বাবুল, পৌর সন্তান কমান্ডের সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।