নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাজরাণী সুবাষিনী উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য আমিরুল ইসলাম চৌধুরীর মাতা নুরজাহান বেগম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)। তিনি গত বৃহস্পতিবার বার্ধক্য জনিত কারনে হবিগঞ্জের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করছেন। মরহুমার নামাজে জানাযা ওই দিন বিকেল সাড়ে ৫টায় নিজ বাড়ী পুরাগাও গ্রামে অনুষ্টিত হয়েছে। জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।