পাবেল খান চৌধুরী ॥ ২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ আধুনিক হাসপাতাল ভবন নির্মাণে অনিয়ম সংক্রান্ত প্রকাশিত সংবাদের সূত্র ধরে দুদকের অনুসন্ধান চলছে। গতকাল দেয়াল ভেঙ্গে ৩ ইঞ্চির ভিট লেভেল গাথুনির ভেতরের অংশে আরো ১০ ইঞ্চি দেয়াল নির্মাণ করা হয়েছে বলে লক্ষ্য করা গেছে। সাংবাদিক আবু হাসিব খান চৌধুরী পাবেল এর দেখানো স্থান ভেঙ্গে পাওয়া যায় এ অনিয়ম। জানা যায়, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন ভবন নির্মাণ কাজ পায় চট্টগ্রামের ঠিকাদারী প্রতিষ্টান দেশ উন্নয়ন লিঃ। ২০১৫ সালে ১৭ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ভবনের নির্মাণ কাজ শুরু করে।
এদিকে ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ এনে ২০১৭ সালের ৩০ মে দৈনিক মানবকণ্ঠ, ঢাকা টাইমস টোয়েন্টি ফোর ডটকম এ সংবাদ প্রকাশিত হয়। সংবাদের বলা হয় ভবনের মূল ভিট লেভেল দেয়ালে ১০ ইঞ্চির স্থলে ৩ ইঞ্চি গাথুনি দেয়া হয়েছে। উক্ত সংবাদের সূত্র ধরে অনিয়মের তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কয়েকদিন ধরে সরেজমিন তদন্তের অংশ হিসেবে গতকাল ভবনটির দেয়ার ভেঙ্গে দেখা যায় ভবনের মূল ভিট লেভেলের দেয়ালে ১০ ইঞ্চির স্থলে ১৩ ইঞ্চি গাথুনি দেয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে ঠিকাদারী প্রতিষ্টান দেয়ালের গাথুনি ৩ ইঞ্চি বেশি গাথুনি কেন দেয়া হয়েছে।
দুদকের উপ-পরিচালক অজয় কুমার সাহা বলেন, আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। এখনই সটিকভাবে বলা যাচ্ছে না কি পরিমান দুর্নীতি হয়েছে। আগামী ২৮ মে আবারো ভবনের অন্যান্য অংশে অনুসন্ধান চালানো হবে।