স্টাফ রিপোর্টার ॥ অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এবং আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ আবু জাহির। অন্যায়কারীর বিরুদ্ধে অবশ্যই প্রশাসনকে কঠোর ভূমিকায় থাকতে হবে। তবে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। অ্যাডভোকেট আবু জাহির বলেন, যারা প্রকৃত অন্যায়কারী তারা যেই হোক তাদের বিচারের আওতায় আনতে হবে। তবে এসব করতে গিয়ে অযথা কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
তিনি বলেন, হবিগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। তারা যেন শান্তিতে বসবাস করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। বর্তমান সরকার সার্বিক উন্নয়ন করে যাচ্ছে। সেই সুফল পাবে সর্বস্তরের জনগণ। এতে পুলিশ প্রশাসনসহ সকল পর্যায়ে কর্তব্যরতদের আন্তরিকতা প্রয়োজন।
গতকাল মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি আবু জাহির এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিতসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সরকারি কর্মকর্তারা বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন।