মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আহত কাপড় ব্যবসাযী রাশেদ মিয়া (৩৫) মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান। নিহত রাশেদ উপজেলার বারচান্দুরা গ্রামের বাসিন্দা। গত রোববার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের বাকশাইল নামক স্থানে একটি পিকআপ ভ্যান দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত ও রাশেদসহ আটজন আহত হন। আশংকাজনক অবস্থায় রাশেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার রাতে তার মৃত্যু ঘটে।