আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের টান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুইটি প্রতিষ্ঠানের ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ওই সময় টান বাজারের কাছন দেবের ওয়ার্কসপের দোকানে হঠাৎ করেই আগুণের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ওয়ার্কসপসহ পার্শ্ববর্তী কৃষ্ণ দেবের দোকান পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন প্রাণপণ চেষ্ঠা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুণের ভয়াবহতা দেখে ওই সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।