স্টাফ রিপোর্টার ॥ চোরাই মোটর সাইকেলসহ আয়াছ মিয়া (২১) নামে এক মোটর সাইকেল চোরকে আটক করা হয়েছে। আটক আয়াছ বাহুবল উপজেলার সুতিন গ্রামের আকল মিয়ার পুত্র। এ ব্যাপারে ডিবির এসআই আব্দুল করিম বাদী হয়ে মামলা দাযের করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল ডিবি পুলিশের সদস্য গত ১৩ মে বিকেল সাড়ে ৫ টার দিকে বাহুবল উপজেলা সদরের হামিদনগর এলাকায় অভিযান চালান। এ সময় উজ্জল সার্ভিসিং সেন্টারের সামনে আলী মসজিদের পাশে একটি মোটর নিয়ে ২ জনকে দাড়িয়ে থাকতে দেখে এগিয়ে যান। পুলিশ দেখে এ দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ আয়াছকে আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে আয়াছ তাদের সাথে থাকা কালো নীল রংয়ের ১৫০ সিসি পালসার (ঢাকা মেট্রে-ল ১৭-৭৮৭১) মোটর সাইকেলটি চোরাই বলে স্বীকার করে।