মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে জনতার সহযোগিতায় দেশীয় অস্ত্র সহ এক ডাকাতকে আটক করেছে কাশিমনগর ফাঁড়ি পুলিশ। রবিবার রাত সারে ১০টার দিকে উপজেলার সমজদিপুর গ্রাম সংলগ্ন রেললাইনে বসে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় স্থানীয় জনতা বিষয়টি আছ করতে পেরে পুলিশে জানালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ জনতার সহযোগিতায় ডাকাত ইমরানকে (১৯) আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। পুলিশ পরিদর্শক মোরশেদ আলম জানান, আটক ইমরান হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সাংঘের মহল্লা গ্রামের ইলীয়াছ আলীর পুত্র। এ ব্যাপারে মাধবপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ইমরানের তথ্য মতে পুলিশ রামদা, ছোরা, রড সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।