স্টাফ রিপোর্টার ॥ নকল সোনা কারবারি সাহেব আলী ওরফে সাবু (৪০) কে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল সোমবার সকালে সদর থানার এসআই জুয়েল সরকারের নেতৃত্বে একদল পুলিশ শহরের মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তার বাসা থেকে তাকে আটক করে। সে ওই গ্রামের ইদ্রিস আলীর পুত্র। পুলিশ জানায়, সাহেব আলী নকল সোনার ব্যবসা করে আসছে। তাঁর বিরুদ্ধে ২ ডজন মামলা রয়েছে। এতদিন সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। গতকালই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।