নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর (ভুমিহীন) গ্রামের ফয়ছল আহমদ এর পুত্র সায়েক মিয়া (১৫) বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসার ৫ম শ্রেনির ছাত্র। পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার বিকেলে সায়েক বাড়ির উঠানের পাশে থাকা নারিকেল গাছে উঠে। এ সময় হঠাৎ সে অসাবধানতায় বিদ্যুতের মেইন তারে জড়িয়ে যায়। লটকানো অবস্থা থেকে মুহুর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন। আহত সায়েক আলৌকিকভাবে বেচে গেলেও তার মুখ মন্ডলের বিভিন্ন স্থান ঝলসে গেছে।