স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চীফ জুডিসিয়াল কোর্টে মামলার জব্দকৃত বিপুল পরিমান চাল নিলামে বিক্রি করা হয়েছে। গতকাল সোমবার বিকাল তিনটায় চীফ জুডিসিয়াল ম্যাজেস্ট্রেট তানিয়া কামালের নির্দেশে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহিনুর আক্তার ও সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের উপস্থিতে ১ হাজার কেজি জব্দকৃত চাল প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়। এই চাল ক্রয় করেন সর্বোচ্চ নিলামে আইনজীবি সহকারী মোঃ মোহন মিয়া।
মালখানার সিএসআই সিরাজ উদ্দিন জানান, এগুলো বিভিন্ন মামলার আলামত হিসাবে জব্দ করা হয়। মামলা নিষ্পত্তি হওয়ায় কর্তৃপক্ষের নির্দেশে তা নিলামে বিক্রি করা হয়েছে।