নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ৫টি বাড়ি ভাংচুর ও স্কুলছাত্রীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল রোববার ভোরে কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এনাতাবাদ গ্রামের একপক্ষে জাহির আলী ও রেজান উল্লা এবং অপরপক্ষে একই গ্রামের আব্দুর রহমান, তছু মিয়া ও দুরুদ মিয়ার মধ্যে আতিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উভয়পক্ষের বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার রাতে রেজান উল্লাহ ও আব্দুর রহমানের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে গতকাল রোববার ভোরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাহির আলী ও রেজান আলীর বাড়িতে অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ৫টি বাড়িঘর ভাংচুর করা হয়। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। সংঘর্ষে স্কুলছাত্রী ও মহিলাসহ উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে নগদ টাকা বিভিন্ন মালামালসহ প্রায় ৩ লক্ষ টাকার লুটপাট করা হয় বলে জানিয়েছেন ওই বাড়ির হামলার শিকার রেজান উল্লাহ। এ ঘটনার পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকে পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন পুলিশ। হামলা ও সংঘর্ষে আহতরা হল, সাবাজ মিয়া (৫৫), কাদির মিয়া (৫০), আঃ ছালেক (৩০), দুরুদ মিয়া (৩০), রেহেনা বেগম (৪২), বানেছা বেগম (৪৫), মইন উদ্দিন (১৫), স্কুল ছাত্রী সালমা (১৪), আব্দুল কালাম (৫০), দিলদার (৩০), কুলসুম বেগম (৬০) ও সুলেমান মিয়া (৩০)। এদের মধ্যে ২জনকে সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
এ নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, এঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।