স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের ফার্মাসিস্ট নজরুল ইসলামের বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শায়েস্তাগঞ্জের লেঞ্জাপাড়া এলাকায় তার বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নজরুল ইসলামকে কুপিয়ে ও মারধর করে নগদ টাকা, স্বর্নালংকার ও মালামালসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে।
হবিগঞ্জ হাসপাতালে ভর্তি আহত ফার্মাসিস্ট নজরুল ইসলাম জানান, ওই রাতে একদল ডাকাত তার বাড়িতে হানা দেয়। ডাকাতরা প্রথমে কলাপসিবল গেইটের তালা ভাঙ্গে ও পরে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে। এ সময় নজরুল ইসলাম দরজার সামনে এলে ডাকাতরা তার মাথায় কোপ দিয়ে গুরুতর করে। এ সময় নজরুল মেঝেতে পড়ে গেলে তাকেসহ পরিবারের সবাইকে বেধে ফেলে। পরে ডাকাতরা পুরো ঘর তছনছ করে নগদ ১২ হাজার টাকা, আড়াই ভরি স্বর্নালংকার, ৪টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ নিয়ে চম্পট দেয়। প্রায় ১ঘণ্টা পর্যন্ত ডাকাতরা ঘরে তাণ্ডব চালায়। নজরুল ইসলাম জানান, মুখোশ পরিহিত ৫ ডাকাত তার ঘরে ঢুকেছিল এবং বাইরেও কয়েকজন ছিল। পরে নজরুলকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ডাকাতির খবর পেয়ে গতকাল শনিবার সকালে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমান বলেন, ওই বাড়ির পাশ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী জানান, নজরুল ইসলামের যে বাসায় ডাকাতি হয়েছে এর আশপাশে কোন বাসা-বাড়ি নেই। ফলে ডাকাতরা খুব সহজেই ডাকাতি করতে সক্ষম হয়েছে।