স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সিএনজি পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ সংবাদ সম্মেলনে জানিয়েছে পৌরবাস টার্মিনাল ব্যবহার না করা এবং পৌরসভার নাম্বার ব্যবহার না করার পরও সিএনজির কাছ থেকে পৌর কর আদায় করা সম্পুর্ণ বেআইনী। সরকারের গেজেট অনুযায়ী পৌরসভা সিএনজির টুল আদায় করতে পারেনা।
নেতৃবৃন্দ আরও জানান, বিআরটিএ নিয়ম অনুযায়ী ট্যাক্সসহ বিভিন্ন ফি আদায় করে থাকে। ফলে সিলেটের বিভাগীয় শহরসহ কোন শহরে সিএনজির কাছ থেকে টুল আদায় করা হয়না। এছাড়াও হবিগঞ্জে প্রশাসন কর্তৃক পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ নিয়ে যে সমন্বয় কমিটি গঠন করেছে সেখানে সিএনজির মালিক অথবা শ্রমিক নেতৃবৃন্দ নেই। হবিগঞ্জ পৌরসভা ট্রাক ও মাইক্রোবাস থেকে টুল না নিলেও তার লাটিয়াল দিয়ে সিএনজি শ্রমিকদের কাছ থেকে টুল আদায় করছে। হবিগঞ্জ পৌরসভার ন্যায় অন্য ৫টি পৌরসভাও এভাবে টুল আদায় করে তাকে। ২২ এপ্রিলের মধ্যে এই অবৈধ টুল আদায় বন্ধ না হলে ২৩ এপ্রিল থেকে মহাসড়কসহ হবিগঞ্জ জেলার সর্বত্র অবরোধ কর্মসুচি পালন করবে সিএনজি মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
গতকাল রাত সাড়ে ৭টায় হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হবিগঞ্জ সিএনজি মালিক সমিতির সাধারন সম্পাদক মো. রফিকুর ইসলাম ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল হক লিটন স্বাক্ষরিত লিখিত বক্তব্যে উপরোক্ত কথা বরা হয়। এসময় উপস্থিত ছিলেন সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি আ. ওয়াহাব বাবুল, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, মো. আলমগীর মিয়া, শরীফ চৌধুরী, মো. রেজাউল করিম, মো. কামাল মিয়া, মো. রেজাউল করিম, মো. কামাল. মো. জিতু মিয়া, স্বপন আহমেদ, সাহাব উদ্দিন ও তানভীর আহমেদ জুয়েল।