নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নবীগঞ্জ আলোকিত ব্যাচ ”৯৫ কমিটির নির্বাহী সদস্য রাজীব কুমার রায় এবং বাউসা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়ের পিতা মানিক চন্দ্র রায়ের শ্রাদ্ধানুষ্টান গত বৃহস্পতিবার বাউসা ইউনিয়নের সোজাপুরস্থ নিজ বাড়ীতে সম্পন্ন হয়। ব্যবসায়ী মানিক চন্দ্র রায়ের শ্রাদ্ধানুষ্টানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, অমলেন্দু সুত্রধর, ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক রাখাল চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক শিক্ষক সুজিত দাশসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।