স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের ডুবাঐ বাজারের নিকট চোরাই মোটর সাইকেল বিক্রিকালে ২টি চোরাই মোটর সাইকেলসহ ২ মোটর সাইকেল চোরাকারবারীকে ডিবি পুলিশ আটক করেছে। আটককৃতরা হচ্ছে-বাহুবল উপজেলার বানিয়াগাও গ্রামের মোঃ আব্দুস শহীদের পুত্র মোঃ সাইফুল ইসলাম (৩৫) ও দক্ষিণ ভবানীপুর গ্রামের মোঃ ইদ্রিছ মিয়ার পুত্র মোঃ সাহাবুদ্দিন (৩৫)। এ ব্যাপারে ডিবির এসআই মোঃ আব্দুল করিম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটক সাইফুল ইসলামের বিরুদ্ধে বাহুবল ও চুনারুঘাটে দ্রুত বিচার আইন, মসাদকসহ বিভিন্ন অপরাধে ৬টি মামলা এবং আটক সাহাবুদ্দিনের বিরুদ্ধে সুনামগঞ্জের ছাতক থানায় ৯টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ডিবির এসআই আব্দুল করিমের নেতৃত্বে গতকাল বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অভিযানিক দল ডুবাঐ বাজারের অদুরে অবস্থান নেয়। এ সময় ২টি মোটর সাইকেলসহ ৪ জনকে সন্দেহ জনক ভাবে আলাপ আলোচনা করতে দেখে পুলিশ এগিয়ে যায়। এ সময় এরা পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে উল্লেখিত ২ জনকে পুলিশ আটক করতে সক্ষম হলেও অপর দুজন পালিয়ে যায়। পুলিশ তাদের ব্যবহৃত কালো রংয়ের ১০০ সিসি জারা ও কালো রংয়ের ১০০ সিসি বাজাজ প্লাটিনা মোটর সাইকেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে এরা দু’টি মোটর সাইকেলই চোরাই এবং এগুলো বিক্রির জন্য উল্লেখিত স্থানে নিয়ে এসেছিল বলে স্বীকার করে।