স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, অল্প সময়ের মধ্যে দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে বর্তমান সরকার। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে বলেই এত উন্নয়ন সম্ভব হয়েছে। তবে উন্নয়নের স্বার্থে সরকারের পাশাপাশি জনগণকেও আন্তরিক থাকতে হবে।
গতকাল বৃহস্পতিবার নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে শায়েস্তাগঞ্জ পৌরসভায় মেয়র আওয়ামী লীগের নেতা হওয়ায় সেখানে ব্যাপক উন্নয়ন হয়েছে। যে পরিমাণ উন্নয়ন হবিগঞ্জ পৌরসভায়ও হয়নি। তাই নবাগঠিত শায়েস্তাগঞ্জ পৌরসভার উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। বিএনপি মনোনিত প্রার্থীকে ভোট দিলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আওয়ামী পরিবারের লোকজনকে মনে রাখতে হবে, যে যে অবস্থায়ই থাকুন, নৌকার বিজয়ের স্বার্থে সকলকে একযোগে কাজ করতে হবে। আসন্ন নির্বাচনে আব্দুর রশিদ তালুকদার ইকবালকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান এমপি আবু জাহির। এ সময় উপস্থিত দলীয় নেতাকর্মীসহ সকলে হাত তুলে তার বক্তৃতার প্রতি সমর্থন জানান।
নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসহাক আলী সেবনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফের পরিচালনায় সভায় বিশেষ অতিথি’র বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগৈর উপদেষ্টা সৈয়দ গাজিউর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খান, নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছাবেরা সালেক হ্যাপি, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদির আছাদ, সহ সভাপতি অলি হোসেন লেচু, ব্রাহ্মনডুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম দীপন, মহিলা আওয়ামী লীগ নেত্রী মুক্তা আক্তার, ইউনিয়ন যুবলীগ আহবায়ক জাকির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান উদয় প্রমুখ।
ইফতার মাহফিলে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ এবং সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।