বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং হেফাজত ইসলামের সহ-সভাপতি মাওলানা আব্দাল হোসেন খান গত ১৬ এপ্রিল ‘বানিয়াচংয়ে বর্ষবরণ বিরোধী সমাবেশে আদর্শ হাইস্কুল নিয়ে কটূক্তি করায় উত্তেজনা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় বানিয়াচং প্রাথমিক স্কুল শিক্ষক সমিতির মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে এ প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, স্বদেশ বার্তা পত্রিকায় প্রকাশিত উস্কানিমূলক সংবাদে সমাজে দাঙ্গা-হাঙ্গামা লাগানোর অপচেষ্টা করেছেন প্রতিবেদক। লিখিত বক্তব্যে স্বাক্ষরকারীদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজত ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান, মাওলানা মুখলিছুর রহমান, হাজ্বী ফরিদ উল্বা, মাওলানা বশির আহমেদ, মাওলানা আব্দুল জলিল ইউসুফী। এছাড়াও উক্ত সংবাদ সম্মেলনে শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে বলা হয়, হেফাজত ইসলামের সভাটি বর্ষবরণ বিরোধী নয়। বর্ষবরণ অর্থাৎ ১লা বৈশাখকে দোয়ার মাধ্যমে অশ্লীলতা মুক্ত পরিবেশে বরণ করে নিতেই এই সমাবেশের আহবান করা হয়েছিল এবং এ লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বানিয়াচং থানার অফিসার ইনচার্জ কে স্বারকলিপি প্রদান করেছেন। উক্ত সমাবেশে সভাপতির ভাষনে অসাবধনতাবশতঃ একটি অনুষ্ঠানের উপমা দিতে গিয়ে আদর্শ স্কুলের নাম চলে আসে, যা উচিত হয়নি। এতে শিল্পী প্রতীক নবী’র নামের স্থলে ফাহমিদা নবী’র নাম উচ্চারিত হয়ে যায়। এজন্য মাওলানা আব্দাল হোসেন খান সংবাদ সম্মেলনে দেশবাসী তথা উক্ত শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিকট দুঃখ প্রকাশ করেন। লিখিত বক্তব্যে আরো জানানো হয় এ প্রতিবেদনের প্রতিবেদক ইমদাদুল হোসেন খান খন্ডিত ও বিকৃতভাবে বক্তব্য সংবাদে উপস্থাপন করেছেন। এছাড়া সাংবাদিক সম্মেলনে শীর্ষ ৫/৬ জন নেতা বক্তব্য রাখতে গিয়ে পূর্বের কিছু ঘটনা বর্ণনা করে প্রতিবেদককে উলামা বিদ্বেষী বলে দাবী করেন। এ রকম একটি স্পর্শকাতর সংবাদ প্রকাশে সম্পাদকের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন নেতৃবৃন্দ। তারা প্রতিবেদক এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নেতৃবৃন্দ জানান অন্যতায় আমরা উলামাবৃন্দ নিয়মতান্ত্রিক আন্দোলনের ডাক দেব। ওই প্রতিবেদক এর প্রতিবেদনের বিরুদ্ধে ওই পত্রিকায় প্রতিবাদ করা হয়নি কেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সদুত্তর পাওয়া যায়নি। তবে ওই প্রতিবেদকের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে বলে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জানান।