শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জের ওলিপুরে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে ট্রাক উল্টে চালক নিহত হয়েছে। এ সময় ট্রাকটি রেললাইনের উপর ছিটকে পড়লে প্রায় ১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাক চালকের নাম মোশাররফ হোসেন। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের আমির হোসেনের ছেলে। ওলিপুর রেল গেইটম্যান মোঃ জাকির জানান-ভোর পৌনে ৫টার দিনে সিলেটগামী একটি ট্রাক ওলিপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। এ সময় ট্রাকটি উল্টে রেললাইনের উপর উল্টে পড়ে যায়। এতে চালক মোশাররফ হোসেন নিহত হন। এদিকে ট্র্রাকটি রেললাইনের উপর পড়ে যাওয়ায় চট্টগ্রামগামী জালালবাদ লোকাল ট্রেন শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে একঘণ্টা আটকা পড়ে। ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লিয়াকত আলী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।