শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান বিপুল পরিমাণ দেশী-বিদেশী মদসহ ২ যুবক গ্রেফতার আজমিরীগঞ্জে পুকুরে পড়ে ২ শিশুর মৃত্যু চুনারুঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জিকে গউছ ॥ আওয়ামীলীগ গত ১৫টি বছর জোর করে ক্ষমতায় ছিল শহরের মাদক ব্যবসায়ী সাজাপ্রাপ্ত সফিক আটক পোদ্দার বাড়ি থেকে ২য় স্ত্রীর মামলায় নজরুল গ্রেফতার হবিগঞ্জ শহরের ঘাটিয়া আবাসিক এলাকায় দুঃসাহিক চুরি ॥ ৩৫ লক্ষাধিক টাকার মালামাল খোয়া নবীগঞ্জে মেডিকেল ক্যাম্পে প্রফেসর ডাঃ খালেদ মোহসীন ॥ ‘আউশকান্দিতে আন্তর্জাতিক মানের হাসপাতাল করতে চাই’ হবিগঞ্জ সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি কামাল খান ও সাংবাদিক উজ্জলের বিরোধ নিষ্পত্তি মুড়ারবন্দে ৩ দিন ব্যাপী ওরস ১৪ জানুয়ারি শুরু নবীগঞ্জে ডাক্তারের চেম্বার ও দোকানে দুঃসাহসিক চুরি

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত-এমপি মজিদ খান

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মে, ২০১৯
  • ৫৪৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ শিক্ষাই জাতির মেরুদন্ড, আজকের শিশুরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যত কর্ণধার। অতএব তাদেরকে সেভাবেই প্রস্তুত করে গড়ে তুলতে হবে। সু-শিক্ষায় শিক্ষিত জাতি গঠনে প্রাথমিক শিক্ষাই হচ্ছে মূল ভিত্তি, প্রাথমিক স্তরে যদি একটি ছাত্র তার ভিত্তি মজবুত করতে পারে, তাহলে ভবিষ্যতে ওই ছাত্রকে আর পিছনে ফিরে থাকাতে হবে না। সেই গুরু দায়িত্বটি পালন করতে হবে প্রাথমিক শিক্ষকদেরই। সরকার প্রাথমিক শিক্ষার গুনগতমান নিশ্চিত করতে নানাবিধ কর্মসূচী হাতে নিয়েছে, পড়ালেখার পাশাপাশি ছাত্রছাত্রীদের মেধাকে বিকশিত করতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শ্রেনীকক্ষে পাঠদান করানো হচ্ছে, যাতে করে তারা উন্নত প্রযুক্তির মাধ্যমে তাদের জ্ঞানের পরিধি বাড়াতে পারে। গতকাল বানিয়াচং উপজেলার পরিষদের মাঠ প্রাঙ্গণে মাল্টিমিডিয়া প্রজেক্টর, প্রজেকশন স্ক্রিন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এ্যাসিসটিভ ডিভাইস বিতরন এবং এসডিজি-৪ বাস্তবায়নের নিমিত্তে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান এ কথাগুলো বলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম ও শিক্ষক সাধনা সূত্রধরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হেদায়েত উল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, গীতাপাঠ করেন রাজেন্দ্র দেবনাথ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছাইফুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন মাওঃ হাবিুবর রহমান, এরশাদ আলী, শাহ শওকত আরেফীন, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, আব্দুল কদ্দুস শামীম, ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তজম্মুল হক চৌধুরী, স্কুল পরিচালনা কমিটির পক্ষে বক্তব্য ম্যানেজিং কমিটির সভাপতি এসএম খোকন, শ্রেষ্ট বিদ্যুৎসাহী তোফায়েল রেজা সোহেল, সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অরুন কুমার দাশ, শিক্ষক নেতা মোঃ আলী হোসেন, প্রধান শিক্ষক আব্দুল কাউয়ুম, আওলাদ মিয়া, মনোয়ারা বেগম, রৌশনারা নিলু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com