স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল বাজারে টাকার বাটোয়ারা নিয়ে দু’ভাইয়ের লোকজনরে মাঝে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটে। জানা যায়, ওই গ্রামের রাজন মিয়া ও তার ভাই মানিক মিয়ার মধ্যে পৈত্রিক টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল রাতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় মুরব্বীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় রাজন মিয়া ও মানিক মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।