স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চীপ জুডিসিয়াল আদালতের বারান্দায় মারপিট করার সময় হারুন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে আদালত পুলিশ। গতকাল দুপুরে আদালতের ৩য় তলায় এ ঘঠনাটি ঘটে। এ সময় আদালত পাড়ায় বিচার প্রার্থীদের মধ্যে আতংক বিরাজ করলে সবাই দিক-বেদিক ছুটা-ছুটি করে।
সুত্র জানায়, গতকাল দুপুর ১২টার সময় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতের বারান্দায় আইনজীবি সহকারী কবির মিয়ার সাথে হারুন মিয়ার বাক-বিতন্ডা হয়। এ সময় কবির মিয়ার পক্ষ নিয়ে রুবেল মিয়া নামে আরেক আইনজীবি সহকারী হারুন মিয়াকে তেড়ে আসলে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। বিষয়টি তাৎক্ষনিক বিচারকের নজরে আসলে পুলিশ হারুনকে আটক করে আদালতে হাজির করা হয়।