স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে চলন্ত বাস থেকে ফেলে জুবায়ের পাঠান নামে এক শিক্ষার্থীকে ফেলে দেয়া হয়েছে। এ সে গুরুতর আহত হয়েছে। সে মাধবপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের সামাদ পাঠানের ছেলে ও বাহুবল অনার্স কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী। আহত জুবায়ের জানান, তিনি মিতালী পরিবহনে চড়ে কলেজে আসছিলেন। বাসটি কলেজের গেটের সামনে এলে জুবায়ের থামতে বলেন। কিন্তু বাস না থামিয়ে চলন্ত অবস্থায় তাকে ধাক্কা দেয় বাসের হেলপার। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পথচারীরা তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরন করা হয়। ঘটনার পরে কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী জানান, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।