স্টাফ রিপোর্টার ॥ প্রচন্ড গরমে হবিগঞ্জের জন-জীবন বিপন্ন হয়ে পড়েছে। ধনী লোকেদের বাসা বাড়ী থাকলেও গরীব মানুষ পড়েছে বিপাকে। গতকাল দুপুরে হবিগঞ্জ শহরের কালেক্ট্রর ভবনের প্রধান ফটকের কাছে ফকির বাবা নামে এক ব্যক্তি কড়া রোদ্রের মধ্যেও ঘুমিয়ে রয়েছে। এ প্রতিনিধি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে সে ঘুম থেকে উঠেনি। অনেক ডাকা-ডাকি করে ৩০ মিনিট পর সে চোখ মেলে বলে আমি ২ দিন ধরে না খেয়ে ওই স্থানে ঘুমিয়ে রয়েছি। আমাকে কেউ এক পোটা পানিও দিতে আসেনি। আমি না খেয়েই দুইটি রোজা রেখেছি। আমার নাম ফকির বাবা, আমার বাড়ি বানিয়াচং যাত্রাপাশা। আমার এই দুনিয়াতে কেউ নাই। তাৎক্ষনিক তাকে দেখার জন্য শত-শত জনতার ভিড় হয়।